teacher image

Principal

যুগে যুগে দেশ ও জাতির বিভিন্ন সংকট নিরসনে শিক্ষার্থীরাই মনন, মেধা ও কৌশল ঘাটিয়ে ঐকান্তিক প্রচেষ্টা ও আত্মাহুতির মাধ্যমে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এরই ধারাবাহিকতায় দুই যুগেরও বেশী সময় ব্যাপী আদর্শ কলেজ অগণিত সুশিক্ষিত, সাহসী, কর্মঠ ও সুযোগ্য নাগরিক তৈরী করে চলেছে যারা নিষ্ঠার সাথে দেশ ও দশের সেবায় নিয়োজিত। সুখী-সমৃদ্ধ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে চরিত্রবান, নির্লোভ ও নির্ভীক নাগরিক গড়তে আদর্শ কলেজ আগামীতেও জোরালো ভূমিকা রাখবে । উপাধ্যক্ষ্যের বাণী